Niruddesh ( নিরুদ্দেশ ) Lyrics - Ashes | Beauty Circus | - Zunayed Evan Lyrics
Singer | Zunayed Evan |
Song Writer | Zunayed Evan |
কিছু সয়ে গেছে
কিছু সয়ে যেতে দাও
কিছু সয়ে গেলে
রাস্তা ফুরায়
কিছু ক্ষয়ে গেছে
ক্ষয়ে যেতে দাও
কিছু ক্ষয়ে গেলে
দুঃখ ফুরায়
একদিন এই বেঁচে বেঁচে মরা
মরে মরে বাঁচার গল্প ফুরিয়ে যাবে
কিছু ভুলে যেও
কিছু ভুলে যেতে দাও
কিছু ভুলে যাওয়া জরুরী
কিছু সয়ে গেছে
কিছু সয়ে যেতে দাও
কিছু সয়ে গেলে
রাস্তা ফুরায়
কিছু ক্ষয়ে গেছে
ক্ষয়ে যেতে দাও
কিছু ক্ষয়ে গেলে
দুঃখ ফুরায়
একদিন এই হেরে হেরে জেতা
জিতে জিতে হারার মানেটা বদলে যাবে
কিছু মেনে নিও কিছু মেনে নিতে হয়
কিছু মেনে নেয়া জরুরী
কিছু কথা ব্যাথা হবে কিছু ব্যাথা কথা হবে
কিছু কথা কিছু ব্যাথা মধ্য রাতে কাঁদিয়ে দেবে
এমন কান্না কেউ শোনেনি শোনেনি বোঝেনি জানেনি দেখেনি
তোমার জীবন নিরুদ্দেশ
নিরুদ্দেশের বৃষ্টি পড়ে বৃষ্টি তোমার গালে মাখো
অনন্তকাল নিরুদ্দেশ লাল গোলাপ নিরুদ্দেশ
লাল গোলাপ নিরুদ্দেশ অনন্তকাল নিরুদ্দেশ
নিরুদ্দেশের বৃষ্টি পড়ে বৃষ্টি তোমার গালে মাখো
অনন্তকাল নিরুদ্দেশ লাল গোলাপ নিরুদ্দেশ
লাল গোলাপ নিরুদ্দেশ অনন্তকাল নিরুদ্দেশ
হাতছানি দেয় নিরুদ্দেশ দুরভাবনার চিন্তা শেষ
হাতছানি দেয় নিরুদ্দেশ দুরভাবনার চিন্তা শেষ
0 মন্তব্যসমূহ