Jokhon Lyrics (যখন লিরিক্স) by Warfaze - Bangla Lyrics
Band | Warfaze |
যখন
মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
একসাথে ভিজছি
যখন
সুরুজ দিনের মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান
যখন
ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাটছি
যখন
বাতাসের ঘ্রান চমকে থাকে
একদমকা খুশীতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি
যখন আমি থাকবো না
মনে রেখো আমার এই গান
0 মন্তব্যসমূহ