Amake Nao(আমাকে নাও)| Srikanto | Lyrics
Singer | Debayan Banerjee |
Singer | Pralay Sarkar |
Music | Debayan |
Song Writer | Pralay Sarkar, Jyoti Hazra |
আমাকে নাও
আমাকে নাও
আগুনে নাও
ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও
নাও দুহাত ভরে নাও
প্রথম ভুল
প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও প্রথম ছোঁয়া নাও, নাও নাও
নাও দুচোখ ভরে নাও
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা
এই ঘুমঘোর নাও
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা আজও গান হয়ে বাজে
যদি ফের দেখা দাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও
নাও উজাড় করে নাও
আমাকে নাও
আমাকে নাও
আগুনে নাও
ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও নাও
নাও দুহাত ভরে নাও
প্রথম ভুল
প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও প্রথম ছোঁয়া নাও, নাও নাও
নাও দুচোখ ভরে নাও
0 মন্তব্যসমূহ