Chokher Kajol Lyrics | চোখের কাজল লিরিক্স | Jisan Khan Shuvo | Ankur Mahamud | Bangla Song 2022
Singer | Jisan Khan Shuvo |
Music | Ankur Mahamud |
Song Writer | Jisan Khan Shuvo |
চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে,
ও.. চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে।
পচে যাওয়া দুচোখে
নামে আজ কোনো আশা,
তিলে তিলে অবহেলা
মরে যায় ভালোবাসা,
দিন শেষে রাত আসে
হয়তো ভাঙে ভুল,
কখনো থাকতে সময়
কখনো হারিয়ে কূল।
ও.. চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে,
ও হো হো চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
হুঁ.. কাঁদোনি কখনো তুমি আমার হয়ে।
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে,
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে ..
অনুভবে খুঁজবে আমারে
যখন আমি হয়তো অনেক দূরে,
হারিয়ে আমি তখন অনেক দূরে
যেখান থেকে কেউ কখনো আসে না ফিরে ..
হে.. চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদোনি কখনো তুমি আমার হয়ে,
ও হো, চোখের কাজল মুছে যাবে এই ভয়ে
কাঁদনি কখনো তুমি আমার হয়ে।
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে,
আমি না হয় কেঁদে নেবো কোনো এক বর্ষা রাতে
যে রাতে তুমি রাখবে হাত অন্যের হাতে ..
0 মন্তব্যসমূহ