Sottobadi Ami | সত্যবাদী আমি | Lyrics by Topu - Topu Lyrics
Singer | Topu |
সত্যবাদী আমি
ভুলে গেছি শেষ যে কবে মিথ্যা বলেছি
শুনছ কি তুমি
একটা মিথ্যে করবে যে আজ আমাকে পাপী
“ভুলে গেছি তোমাকে আমি” - এ কথা বলি
হলাম আজ পাপী,
তুমি শুনছো কি
আমি মিথ্যেবাদী
তোমায় ভুলতে গিয়ে
ভুলেছি নিজেকে
হলোনা ভোলা
আমার ভালোবাসা
তোমাকে...তোমাকে...তোমাকে...
চোখ বুজে আমি
জ্বলছে নিভছে লালচে আলো
তোমায় একেছি
নাম দিয়েছি পরী
ডানা ছাড়া ইচ্ছে মত তোমাকে গড়ি
“এসবই ছিল স্বপ্ন এক বাস্তবতা নয়” - একথা বলি
তুমি শুনছো কি
আমি মিথ্যেবাদী
তোমায় ভুলতে গিয়ে
ভুলেছি নিজেকে
হলোনা ভোলা
আমার ভালোবাসা
তোমাকে...তোমাকে...তোমাকে...
আমি পাপী মিথ্যেবাদী তুমি শুনছো কি
আর একটা মিথ্যে যদি বলি
ক্ষতি কি খুব বেশী
"প্রতিমুহূর্তে তোমাকে ভুলে অন্য কাউকে ভাবি"
এ কথা বলি
তুমি শুনছো কি
আমি মিথ্যেবাদী
তোমায় ভুলতে গিয়ে
ভুলেছি নিজেকে
হলোনা ভোলা
আমার ভালোবাসা
তোমাকে...তোমাকে...তোমাকে...
0 মন্তব্যসমূহ