Sottobadi Ami | সত্যবাদী আমি | Lyrics by Topu - Topu Lyrics

Sottobadi Ami | সত্যবাদী আমি | Lyrics by Topu - Topu Lyrics

Sottobadi Ami | সত্যবাদী আমি | Lyrics by Topu - Topu Lyrics


Singer Topu

সত্যবাদী আমি

ভুলে গেছি শেষ যে কবে মিথ্যা বলেছি

শুনছ কি তুমি

একটা মিথ্যে করবে যে আজ আমাকে পাপী


“ভুলে গেছি তোমাকে আমি” - এ কথা বলি

হলাম আজ পাপী,

তুমি শুনছো কি

আমি মিথ্যেবাদী


তোমায় ভুলতে গিয়ে

ভুলেছি নিজেকে

হলোনা ভোলা

আমার ভালোবাসা

তোমাকে...তোমাকে...তোমাকে...


চোখ বুজে আমি

জ্বলছে নিভছে লালচে আলো

তোমায় একেছি

নাম দিয়েছি পরী

ডানা ছাড়া ইচ্ছে মত তোমাকে গড়ি


“এসবই ছিল স্বপ্ন এক বাস্তবতা নয়” - একথা বলি

তুমি শুনছো কি

আমি মিথ্যেবাদী


তোমায় ভুলতে গিয়ে

ভুলেছি নিজেকে

হলোনা ভোলা

আমার ভালোবাসা

তোমাকে...তোমাকে...তোমাকে...


আমি পাপী মিথ্যেবাদী তুমি শুনছো কি

আর একটা মিথ্যে যদি বলি

ক্ষতি কি খুব বেশী


"প্রতিমুহূর্তে তোমাকে ভুলে অন্য কাউকে ভাবি"

এ কথা বলি

তুমি শুনছো কি

আমি মিথ্যেবাদী


তোমায় ভুলতে গিয়ে

ভুলেছি নিজেকে

হলোনা ভোলা

আমার ভালোবাসা

তোমাকে...তোমাকে...তোমাকে...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ