Proshongshar Dabidar Lyrics | প্রশংসার দাবিদার লিরিক্স | Shiekh Sadi I Bangla Song

Proshongshar Dabidar Lyrics | প্রশংসার দাবিদার লিরিক্স | Shiekh Sadi I Bangla Song

Proshongshar Dabidar Lyrics | প্রশংসার দাবিদার লিরিক্স | Shiekh Sadi I Bangla Song
Singer Shiekh Sadi
Music Marcel
Song Writer Sajin Salman

Proshongshar Dabidar Lyrics In Bengali :

তোমার সাথে লেনাদেনা করলামও সমাপ্তি
তুমি ভিষণ স্বার্থপর খুঁজছো নিজের প্রাপ্তি।

তোমার সাথে লেনাদেনা করলামও সমাপ্তি
তুমি ভিষণ স্বার্থপর খুঁজছো নিজের প্রাপ্তি,
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর
মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি -
প্রশংসার দাবীদার,
প্রশংসার দাবীদার, প্রশংসার দাবীদার।

কত জনে উড়ায় ঘুরি তোমার ওই আকাশে
মুখোশ পরা মুখটি তোমার লাগছে যে ফেকাসে,
কত জনে উড়ায় ঘুরি তোমার ওই আকাশে
মুখোশ পরা মুখটি তোমার লাগছে যে ফেকাসে,
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর
মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি -
প্রশংসার দাবীদার,
প্রশংসার দাবীদার, প্রশংসার দাবীদার।

পাইনি তোমায় সময় মত মেসেজ কিংবা কলে
তোমায় বোঝার দোটানাতে ডুবি দ্বিধার জলে,
পাইনি তোমায় সময় মত মেসেজ কিংবা কলে
তোমায় বোঝার দোটানাতে ডুবি দ্বিধার জলে,
খালি করে নিজের পকেট মিটিয়েছি আবদার
খালি করে নিজের পকেট মিটিয়েছি আবদার,
মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি -
প্রশংসার দাবীদার,
প্রশংসার দাবীদার, প্রশংসার দাবীদার।

Proshongshar Dabidar Lyrics In English :

Tomar sathe lenadena korlamo somapti
Tumi vishon swarthopor khujcho nijer prapti
Thokiyecho onek tobu rakhini kichu mone aar
Mitthey premer obhinoye tumi
Proshongshar Dabidar

Koto jone uray ghuri tomar oi akashe
Mukhosh pora mukhti tomar lagche je fekashe
Thokiyecho onek tobu rakhini kichu mone aar
Mitthey premer obhinoye tumi
Prosongshar Dabidar

Paini tomay somoy moto message kingba call e
Tomay bojhar dotanate dubi dwidhar jole
Khali kore nijer pocket mitiyechi aabdar
Mitthey premer obhinoye tumi
Prosongsar Dabidar


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ