Keno Je Tomakey Lyrics (কেন যে তোমাকে লিরিক্স)| Bismillah| Subhashree,Riddhi| Shreya Ghoshal
Singer | Shreya Ghoshal and Soumyadeep |
Music | Indraadip Das Gupta |
Song Writer | Srijato |
Keno Je Tomakey Lyrics In Bengali :
কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও ?
হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই,
তোমাকে.. তোমাকে..
কেন যে তোমাকে দেখি
ঘুমেরও পাশে কোথাও,
স্বপ্নেরই নরম ডালে
বলো কেন রং ফোটাও ?
আ.. হারাতে হারাতে
কিভাবে যে পেয়ে যাই,
তোমাকে .. তোমাকে ..
ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে,
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে ..
আছো এই, হারালেই
যেন সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি,
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই ..
তোমাকে.. তোমাকে ...
আলবেলা সাজন আয়ো রে
আলবেলা সাজন আয়ো রে
মোরা আত মন সুখ পাও রে
আলবেলা সাজন আয়ো রে।
ললিতা আছে কোথায়
বিশাখা উঠোন সাজায়,
রাধিকাই একাকিনী
কানু বীণে পথ চিনে ফেরা
ফেরা কি যায়।
ওই ঘুমে রাখো রাখো ঘিরে
আদরে কি আছি রে,
বাঁশি তোমাকে ছোঁয়ায়
সুরে সুরে আসো ফিরে,
আসো ফিরে.. আসো ফিরে ..
হুঁ .. ঘুমেরও পাশে কোথাও
স্বপ্নেরই নরম ডালে,
হুঁ .. ও ও হারাতে হারাতে কিভাবে যে
পেয়ে যাই,
তোমাকে .. হুঁ .. তোমাকে ..
ও.. ঘুমের দ্বরে দ্বরে
জোনাকির মতো জ্বলে,
সকাল আসে আদরে
সে যে কার কথা বলে ..
আছো এই, হারালেই
যেন সুর ছাড়া বাঁশি,
তুমি সত্যি নাকি
আমি দোটানায় ভাসি,
হারাতে হারাতে হারাতে
তবুও যে পেয়ে যাই ..
তোমাকে.. হুঁ.. তোমাকে ..
তোমাকে ..
Keno Je Tomakey Lyrics In English :
Keno je tomake dekhi
Ghumero pashe kothao
Shopneri norom daale
Bolo keno rong fotao
Harate harate
Kivabe jeye peye jai tomake tomake
Ghumer dware dware
Jonakir moto jwale
Sokal ashe adore
Se je kar kotha bole
Acho ei haralei
Jeno sur chara banshi
Tumi sotti naki
Ami dotanay bhasi
Harate harate tobuo je peye jai
Tomake tomake
Lolita ache kothao
Bishakha uthon sajay
Radhikai ekakini
Kanu bine potho chine phera
Phera ki jaay
Oi ghume rakho rakho ghire
Adore ki achi re
Banshi tomake choway
Sure sure asho phire
0 মন্তব্যসমূহ