Kar Basore Gumao Bondhu ( কার বাসরে ঘুমাও বন্ধু ) Lyrics - Atif Ahmed Niloy

Kar Basore Gumao Bondhu ( কার বাসরে ঘুমাও বন্ধু ) Lyrics - Atif Ahmed Niloy 

Kar Basore Gumao Bondhu ( কার বাসরে ঘুমাও বন্ধু ) Lyrics - Atif Ahmed Niloy
Singer Atif Ahmed Niloy
Music Din Islam Sharukh
Song Writer Johurul Islam Joni

কার বাসরে ঘুমাও বন্ধু
কার জন্যে বউ সাজো,
আমারে না খুন করিয়া
কার বাসরে আছো ?

কার বাসরে ঘুমাও বন্ধু
কার জন্যে বউ সাজো,
আমারে না খুন করিয়া
কার বাসরে আছো ?

আমায় দিলা মিথ্যা আশা
কারে দিলা দিল ?
তবে কেনো তোমার সাথে
হইল না মোর মিল ?
আমায় দিলা মিথ্যা আশা
কারে দিলা দিল ?
তবে কেনো তোমার সাথে
হইল না মোর মিল ?
তবে কেনো তোমার সাথে
হইলো না মোর মিল।।

এদিক সেদিক আউলা মন
বাউলা হয়ে ছোটে।
চারিদিকে পাগল পাগল
কলঙ্ক দেয় লোকে।
এদিক সেদিক আউলা মন
বাউলা হয়ে ছোটে।
চারিদিকে পাগল পাগল
কলঙ্ক দেয় লোকে।

কেমন করে অন্যের ঘরে
অন্যেরই বাসরে,
থাকবে তুমি পরের খাটে
আমি নেশার ঘরে,
থাকবে তুমি পরের খাটে
আমি নেশার ঘরে।।

সাক্ষী ছিলো আসমান জমিন
ছিল চন্দ্র তারা,
বলেছিলে বাচঁবে না হায়
তুমি আমায় ছাড়া।
সাক্ষী ছিলো আসমান জমিন
ছিল চন্দ্র তারা,
বলেছিলে বাচঁবে না হায়
তুমি আমায় ছাড়া।

আমায় দিলা মিথ্যা আশা
কারে দিলা দিল?
তবে কেনো তোমার সাথে
হইল না মোর মিল?
তবে কেনো তোমার সাথে
হইল না মোর মিল ?

Kar Basore Ghumao Bondhu Lyrics In English :

Kar bashore ghumao bondhu
Kar jonney bou sajo
Amare na khun koriya
Kar basore acho?

Amay dila mitthya asha
Kare dila dil
Tobe keno tomar sathe
Hoilo na mor mil

Edik sedik aula mon
Baula hoye chotey
Charidike pagol pagol
Kolonko dey loke

Kemon kore onner ghore
Onneri basore
Thakbe tumi porer khate
Ami neshar ghore

Sakkhi chilo ashman jomin
Chilo chondro tara
Bolechile banchbe na haay
Tumi amay chara

Amay dila mitthya asha
Kare dila dil
Tobe keno tomar sathe
Hoilo na mor mil



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ