Dube Dube Jai (ডুবে ডুবে যাই) Lyrics | চমক হাসান | নতুন লোকগান | Chamok Hasan - Lyrics

Dube Dube Jai (ডুবে ডুবে যাই) Lyrics | চমক হাসান | নতুন লোকগান | Chamok Hasan - Lyrics

Dube Dube Jai (ডুবে ডুবে যাই) Lyrics | চমক হাসান | নতুন লোকগান | Chamok Hasan - Lyrics
Singer Chamok Hasan

তোর চোখে লো
ডুবে ডুবে যাই, কোন অতলে হারাই
অতলে হারাই রে ডুবে ডুবে যাই

হাজারও ফুল-বাহারে, খুঁজে পেলাম যাহারে
সাজায়ে রাখি তাহারে মনের মণিকোঠায়
আমি এই ফাগুনে তোর আগুনে জ্বলে পুড়ে ছাই
তোর চোখে লো -- ডুবে ডুবে যাই

দে সখি তোর দুঃখ-ব্যথা জ্বলিস নে একাকী
বিছায়ে দে তোর পরান, সুখের নকশিকাঁথা আঁকি
এমনি করে লক্ষ রাত্রি দোকলা জেগে থাকি

তোর লাজে রাঙা হাসি রে, প্রেম যমুনায় ভাসি রে
ফিরে ফিরে আসি রে কীসের নেশায়
আজ কোন মহুয়ায় মাতাল এ মন, নাই রে জানা নাই
তোর চোখে লো -- ডুবে ডুবে যাই



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ