Daak Eshe Jaye Lyrics | ডাক এসে যায় লিরিক্স | Bhotbhoti | Rajdeep Mukherjee Lyrics

Daak Eshe Jaye Lyrics | ডাক এসে যায় লিরিক্স | Bhotbhoti | Rajdeep Mukherjee Lyrics

Daak Eshe Jaye Lyrics | ডাক এসে যায় লিরিক্স | Bhotbhoti | Rajdeep Mukherjee Lyrics
Flim title Bhotbhoti
Song Writer Ritam Sen

এই গল্পের ভেতরে তোমাকে
ইশারায় আজ কে ডাকে,
মৃদু আদিম প্রবাদ মুক্তির অপরাধ
আকাশে বারুদ ঘনায় ..

ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
শুধু ডাক এসে যায় অসময়।

এই স্বপ্নের ভেতরে কে থাকে
অজানায় টানে তোমাকে,
সব শিলালিপী আর জেহাদের অধিকার
নিমেষে তুষার গলায় ..

ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
শুধু ডাক এসে যায় অসময়।

আগুনের কড়া নাড়া
অন্ধকারের সাড়া,
ভুলে যাওয়া সব চেনা চেনা পথে
কেন ঘুরে ঘুরে মরে স্বপ্নেরা,
খোঁজে ভুলের জবাব
বিকেলবেলা স্বভাব,
শেষের আলোর কিনারায় ....

ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
শুধু ডাক এসে যায় অসময়।

এই গল্পের শেষ পলকে
খেই হারানো নামের ফলকে,
যে দাঁড়িয়েছে তার
যা হারিয়েছে তার,
কখনো ফেরার আশায় ....

ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
ডাক এসে যায় শুধু ডাক এসে যায়
কত দিন কত রাত বৃথা স্বপ্ন সাজায়,
শুধু ডাক এসে যায় অসময়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ