Akta Chata Brishti Bhijche Khub (একটা ছাতা বৃষ্টিতে ভিজছে লিরিক্স) Lyrics | Bristir Gaan - Namrata Bhattacharya Song Lyrics
Credits:
Song: Akta Chata Brishti Bhijche Khub
Singer: Namrata Bhattacharya
Lyric: Arunava Sinha
Composition: Bishwarup Ghoshdastidar
Arrangement: Abhishek Chakraborty
Sound Engineer: Goutam Debnath
Studio: Kusum Sound
Videography: Studio WooLala
Video Editing: Sree Uttam
Lyrics:
একটা ছাতা বৃষ্টি ভিজছে খুব,
একটা ছাতা সঙ্গী হল তার;
ঝিলিক দিল তখনই বিদ্যুৎ,
জন্ম দিল এক সে রূপকথার।
ট্রাম-লাইনে ছপাৎ ছপাৎ জল,
মেঘ-বিকেলে নামছে অন্ধকার,
চলছে গলছে আজকে দুটো মন-
গল্প বুনছে স্বপ্ন-কল্পনার...
বানভাসিতে ভাসলো আজ শহর,
হাঁটতে গিয়ে সবাই হুঁশিয়ার,
ওই দুটোরই নেই তাতে ভ্রূক্ষেপ,
ওদের বৃষ্টি করলো একাকার।
ওদের জন্য এমন ম্যাজিক দিন
চাইছি ফিরে আসুক বারেবার,
বৃষ্টি-জলে কাঁপুক দুই হৃদয়
উজাড় করে খানিক উষ্ণতার।
0 মন্তব্যসমূহ