Tomake Na Pete Pete Lyrics ( তোমাকে পেতে না পেতে লিরিক্স) | Bebodhan | Bangla Song

Tomake Na Pete Pete Lyrics ( তোমাকে পেতে না পেতে লিরিক্স) | Bebodhan | Bangla Song

Tomake Na Pete Pete Lyrics ( তোমাকে পেতে না পেতে লিরিক্স) | Bebodhan | Bangla Song
Singer Rehaan Rasul & Farnaz Alam
Music Sajid Sarker
Song Writer Shomeshwar Oli

চোখে মেঘের আনাগোনা

শত বরষার গল্প গোনা

কিছু একা কিছু ভিড়ে

নেই দেখা পিছু ফিরে আজ স্মৃতির জল্পনা

আর কোন ব্যথা নেই আদিখ্যেতা ও নেই

তোমাকে না পেতে পেতে ও প্রেম সয়ে গেছে

তোমাকে না পেতে পেতে সব দ্বেস সয়ে গেছে (২)



ব্যথা অভিমান মিলে যে পাহাড় গেছে ভেঙ্গে

ধুসর হয়ে থাকা সে গেছে দূরে

রোদে ভেজা গাঙচিলে

স্মৃতির নিরব মিছিলে

তুমি কি আছ

তুমি কি ছিলে

আর কোন ব্যথা নেই

আদিখ্যেতা ও নেই

তোমাকে না পেতে পেতে ও প্রেম সয়ে গেছে

তোমাকে না পেতে পেতে সব দ্বেস সয়ে গেছে (২)

চোখে মেঘে আনাগোনা,

শত বরষার গল্প গোনা

কিছু একা কিছু ভিড়ে

নেই দেখা পিছু ফিরে আজ স্মৃতির জল্পনা

আর কোন ব্যথা নেই আদিখ্যেতা ও নেই

তোমাকে না পেতে পেতে ও প্রেম সয়ে গেছে

তোমাকে না পেতে পেতে সব দ্বেস সয়ে গেছে (২)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ