Keno Ajo Mon Lyrics (কেনো আজ মন লিরিক্স) - Habib Wahid ft Dola Faruque 2022

Keno Ajo Mon Lyrics (কেনো আজ মন লিরিক্স) - Habib Wahid ft Dola Faruque 2022

Keno Ajo Mon Lyrics (কেনো আজ মন লিরিক্স) - Habib Wahid ft Dola Faruque 2022
Singer Habib Wahid ft Dola Faruque
Song Writer Amita Karmoker

তুমি কাছে ছিলে সবই
ছিল যেন তুমিময়
হারিয়ে খুঁজে দিবা
নিশি যেন পোড়া হৃদয়


কেন যে বোঝোনা
আজও এক দুজনা
কাছে তাই খুজে পাই
হারিয়ে সীমানা।

তোমারই বিহনেতে
মন পোড়ে গোপনেতে
তোমারই মনে তাই
চুপিসারে থেকে যাই

অজানা পথ পানে
জানে এই মন জানে
খুজে পাবে আমাকেই
দুটি হাত বাড়ালেই

কেন যে আজ মন
যাই খুজে সারাক্ষণ
তোমারই ছোয়া পেতে চাই

তুমি কাছে ছিলে সবই
ছিল যেন তুমিময়
হারিয়ে খুঁজে দিবা
নিশি যেন পোড়া হৃদয়

কেন যে বোঝোনা
আজও এক দুজনা
কাছে তাই খুজে পাই
হারিয়ে সীমানা।

বোঝাওনি আজও হায়
এই মন কি যে চাই
বেঁধেছি তোমাকে
নিরবে কি মায়ায়

তোমারই মনেতে
যেন খামে খামেতে
এই আমি নিজেকেই
হারিয়ে খুঁজে পাই

তোমাকে ভেবে মন
হয় আজও উচাটন
তোমাতে হারায় বারে বার।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ