Kache Tobu Durey (কাছে তবু দূরে লিরিক্স) Lyrics- Habib Wahid ft Nancy Lyrics
Singer | Habib Wahid & Nancy |
Singer | Habib Wahid |
Song Writer | Goonjohn Rahman |
কেন বলনা এই বাধার দেয়াল
তোমাকে আমাকে করেছে আড়াল.
আমার সবটা জুড়ে শুধু তুমি।
তবুও তোমারই কেন নাই আমি
পারিনা কেন ছুঁয়ে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবুও এত দূর.
ফিরে আসি আবার ফিরে যাই,
জানি যে শুধু তোমাকে চাই
দেখনা এই রিদয় টা খুলে.
কেন বলনা. এই বাধার দেয়াল
তোমাকে আমাকে. করেছে আড়াল
এসো ভুলে যাই যত বাধা কালো সাদা রঙিন
তুমি আমি মিলে ঐ নীল ঢানা মেলে
ভাসি অমল হীন.
আমি জানি না কী ছিল আগে
জানি শুধু তুমি যে আমার...
তাই ভাবিনা কী আছে কপালে
ভাবি শুধু আমি যে তোমার
ভালবাসার ছোট্ট জীবন
কেটে যাক হাতে রেখে হাত.
এর বেশি বল কী চাই
আমার সবটা জুড়ে শুধু তুমি।
তবুও তোমারই কেন নাই আমি
পারিনা কেন ছুঁয়ে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবুও এত দূর
ফিরে আসি আবার ফিরে যাই,
জানি যে শুধু তোমাকে চাই
দেখনা এই রিদয় টা খুলে
কেন বলনা..এই বাধার দেয়াল
তোমাকে আমাকে..করেছে আড়াল
0 মন্তব্যসমূহ