Ghum Ghum Chokhe Lyrics | ঘুম ঘুম চোখে লিরিক্স | IMRAN MAHMUDUL | New song 2022
Singer | Imran Mahmudul |
Music | Imran Mahmudul |
Song Writer | Jamal Hossain |
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা।
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা,
তোর থেকে চোখ যেন ফেরাতে পারিনা
এই পৃথিবীতে তুই তোরই তুলনা।
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা।।
মন ছুটে গেলে তোকে পেলে
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো,
মন ছুটে গেলে তোকে পেলে
কিছুই লাগে না ভালো
এ আমার কি যে হলো,
মন পড়ে রয় তোরই মাঝে
কেন তা জানিনা।
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা।।
ও হো হো হো না না .. এতো ভালোবাসি
ঝুম বৃষ্টি এলে, তোর ছবিটা দোলে
মনেরই দেয়ালে, রাখি খুব খেয়ালে,
ঝুম বৃষ্টি এলে, তোর ছবিটা দোলে
মনেরই দেয়ালে, রাখি খুব খেয়ালে,
মরে যাবো তোরই এক ইশারায়
বলে শুধু দেখ না।
ঘুম ঘুম চোখে, দেখি আমি তোকে
কি যে ভালো লাগে, বোঝাতে পারিনা,
তুই নে বুঝেনে, রেখে মাথা রেখে
আমার এই বুকে, বলতে পারিনা।
ও হো হো হো না না.. বোঝাতে পারিনা।।
0 মন্তব্যসমূহ