Cholo Niralay (চল নিরালায় লিরিক্স) | Poran Movie Song| Lyrics
Singer | Ayon Chaklader and Atiya Anisha |
Music | Jahid Nirob |
Song Writer | Johny Haque |
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
আমি আর আমি নই
তোমাতে ডুবিয়া রই দিয়েছো পাগল করিয়া
উথাল পাথাল মন দরিয়া
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
তুমি আর একা নও
আমাতে মিশিয়া রও
দেখিয়া রাখিব তোমায়
পিয়াসী মনের গালিচায়
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালায় চল নিরালায়
মেঘে উড়িয়া ঘুড়িয়া
ভিজিয়া ছলায়
চল নিরালায় চল নিরালায়
0 মন্তব্যসমূহ