Amar Chokher Joler Majhe Lyrics - Chitra Singh (আমার চোখের জ্বলের মাঝে লিরিক্স)
Singer | Chitra Singh |
Music | Jagjit Singh |
Song Writer | Pulak Bandopadhyay |
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্নকমল আছে,
তুমি জানো কি তা ?
তুমি জানো কি তা ?
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্নকমল আছে,
তুমি জানো কি তা ?
তুমি জানো কি তা ?
দেখবো কী করে তারে ?
নীরব অহংকারে আমার গহন মনে,
সে যে গান হয়ে বাজে ..
দেখবো কী করে তারে?
নীরব অহংকারে আমার গহন মনে,
সে যে গান হয়ে বাজে।
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন-কমল আছে,
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?
কেন তুমি কাছে এলে ?
এত আশা দিয়ে গেলে ?
কোথায় রেখেছি তারে,
বুঝে তুমি বোঝো না যে ..
কেন তুমি কাছে এলে ?
এত আশা দিয়ে গেলে ?
কোথায় রেখেছি তারে,
বুঝে তুমি বোঝো না যে।
তুমি জানো কি তা ?
তুমি জানো কি তা ?
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে,
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্নকমল আছে
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?
0 মন্তব্যসমূহ