Amar Chokher Joler Majhe Lyrics - Chitra Singh (আমার চোখের জ্বলের মাঝে লিরিক্স)

Amar Chokher Joler Majhe Lyrics - Chitra Singh (আমার চোখের জ্বলের মাঝে লিরিক্স)

Amar Chokher Joler Majhe Lyrics - Chitra Singh (আমার চোখের জ্বলের মাঝে লিরিক্স)
Singer Chitra Singh
Music Jagjit Singh
Song Writer Pulak Bandopadhyay

আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্নকমল আছে,
তুমি জানো কি তা ?
তুমি জানো কি তা ?

আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্নকমল আছে,
তুমি জানো কি তা ?
তুমি জানো কি তা ?

দেখবো কী করে তারে ?
নীরব অহংকারে আমার গহন মনে,
সে যে গান হয়ে বাজে ..
দেখবো কী করে তারে?
নীরব অহংকারে আমার গহন মনে,
সে যে গান হয়ে বাজে।

তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?

আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন-কমল আছে,
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?

কেন তুমি কাছে এলে ?
এত আশা দিয়ে গেলে ?
কোথায় রেখেছি তারে,
বুঝে তুমি বোঝো না যে ..
কেন তুমি কাছে এলে ?
এত আশা দিয়ে গেলে ?
কোথায় রেখেছি তারে,
বুঝে তুমি বোঝো না যে।

তুমি জানো কি তা ?
তুমি জানো কি তা ?

আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে,
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্নকমল আছে
তুমি জানো কি তা?
তুমি জানো কি তা?

Amar Chokher Joler Majhe Lyrics In English :

Amar chokher jaler majhe
Tomar shopnokomol ache
Tumi jaano ki taa ?
Tumi jano ki taa?

Dekhbo ki kore taare
Nirob ahonkare amar gohon mone
Se je gaan hoye baaje
Tumi jano ki taa ?

Keno tumi kache ele
Eto asha diye gele
Kothay rekhechi taare
Bujhe tumi bojho na je
Tumi jano ki ta ?

Amar chokher joler majhe
Tomar swapno komol ache
Tumi jaano ki ta ?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ