Prosthan 2 (প্রস্থান ২) Lyrics | বিষাদসিন্ধু | Bishadsindhu | Shohortoli Band

Prosthan 2 (প্রস্থান  ২) Lyrics | বিষাদসিন্ধু | Bishadsindhu | Shohortoli Band

Prosthan 2 (প্রস্থান  ২) Lyrics | বিষাদসিন্ধু | Bishadsindhu | Shohortoli Band
Band :Shohortoli
Tune :Mishu
Album :Ekhon Ekhane

গান:
চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ
জানালার শিকে, তোমার চাহনি ফিকে
বিষাদ-সিন্ধু লেখো নীরবে…

বুকে ধরে ভিসুভিয়াস, মিটবে না এই পিয়াস
সূর্য কি ভিজতে পারে সাগরের জলে?

কথন:
কতটা কাতর হতে পারো এই প্রস্থানে?
প্রতীক্ষার শেকড়-প্রোথিত অতলান্তিক অনিশ্চয়তায়,
কতগুলো অপেক্ষার কবর দিলে?
হিমালয়সম-আত্মার আত্মহুতি কি হয় বারান্দার বনসাইয়ে!
ইথারে পেতোনা কান, ফিস্-ফিসানির বান, আস্টেপৃষ্ঠে বাঁধবে তোমায়।
ভুলেও যেওনা পুরোনো নীল খামের গন্ধ নিতে,
এক-একটা নি:শ্বাস খুন করবে তোমায়, যত্ন করে।

গান:
বাড়িয়ে মায়ার হাত, দিয়োনা আর ডাক
মায়াবী শব্দ, বাসা বাঁধবে, গিরিখাতে
ঘুরে-ঘুরে আসবে ফিরে

খসে পড়া তারার খবর রাখেনা কভু আকাশ
দীর্ঘনিশ্বাস মেলায় কি বাতাসে?

কথন:
শোনো, পৌন:পুনিকের মতো ভবঘুরে হয়োনা কখনো,
বিচার ছাড়াই শূলে চড়বে প্রতিদিন, নিয়ম করে!
মুঠোচিঠি বা মুখবই, কি-বোর্ডে ফোটা খই; অন্তর্জালে ফেলোনা জাল,
ঝাঁকে-ঝাঁকে পিরানহা-পিক্সেল গোগ্রাসে গিলবে তোমায়।
শুধু সাজাপ্রাপ্ত কয়েদীর মতো দেয়ালে হিসেব রাখো,
শতায় সাধুর ন্যায় ধ্যানমগ্ন হও
যাই বলিনি, বলেছিলাম আসছি

হ্যাঁ, আসছি…



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ