Lyrics - tomay chere bohu dure jabo kothay ek jibone eto prem pabo kothay
Singer | Shahid And Subhamita |
Singer | Arfin Rumi |
তুমি আমি কাছাকাছি, আছি বলেই,
এ জীবন হয়েছে মধুময়।
যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়।
তোমায় ছেড়ে বহুদুরে যাবো কোথায়
এক জীবনে এত প্রেম পাবো কোথায় (x2)
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই (x2)
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায় (x2)
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালোবেসে
সারা জীবন বাঁচতে চাই (x2)
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায় (x2)
0 মন্তব্যসমূহ