Imran - Amar Sona Bondhure Tumi kothay roila re (লিরিক্স)

Imran - Amar Sona Bondhure Tumi kothay roila re (লিরিক্স)

Imran - Amar Sona Bondhure Tumi kothay roila re (লিরিক্স)
Singer :Imran
Music :Pavel Arin
Song Writer :Mujib Pordeshi

দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে?
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে
প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
সোনার জীবন আঙ্গার হইব
সোনার জীবন আঙ্গার হইব, তোমার লাইগা রে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই
মরণ কালে যেন বন্ধু
মরণ কালে যেন বন্ধু, একবার তোমায় পাই
পর কালে যেন বন্ধু, একবার তোমায় পাই
যদি না পাই সে কালে, প্রেম যাইব বিফলে
যদি না পাই সে কালে, প্রেম যাইব বিফলে
তখন কিন্তু বলব আমি
তখন কিন্তু বলব আমি, প্রেম কিছুই না রে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে
প্রথম দেখার কালে বন্ধু, কথা দিয়েছিলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
সোনার জীবন আঙ্গার হইব
সোনার জীবন আঙ্গার হইব, তোমার লাইগা রে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরি রে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ