Holude Chokh Rakho | হলুদে চোখ রাখো | Lyrics - Mahtim Shakib
| Singer | Mahtim Shakib |
| Song Writer | Prosenjit Ojha |
তুমি সবুজে সুনীলে হাঁটো
আর হলুদে দুচোখ রাখো
তোমার বুকের ভিতর,
গোলাপের ছোট্ট গ্রাম
আমি সেই মাটিতে আমার,
নাম লিখে রাখলাম।
তোমার কথায় মধুমাখা
তোমার হাসিতে মুগ্ধতা
তোমার ছোঁয়ায় আমার,
শান্ত শীতল মন।
আমার তোমাকেই শুধু,
তোমাকেই প্রয়োজন।
আমার সবই তোমাকে দিয়ে
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।
আমি তোমাকে ভালোবাসি,
শুধু তোমাকেই ভালোবাসি
হাজার লক্ষ কোটি কোটি,
বার বলে দিলাম। (২)
তোমার প্রজাতির ডানায়
আমার মনেতে রঙ ছড়ায়
আমার ভাবনা জুড়ে,
ফাগুন ফুলের বন
তোমার হৃদয়ের কার্নিশে
ঐ এক ফালি চাঁদ নাচে
আমার জীবন তোমার,
নিকানো উঠোন। (২)
আমার সবই তোমাকে দিয়ে
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।
আমি তোমাকে ভালোবাসি,
শুধু তোমাকেই ভালোবাসি
হাজার লক্ষ কোটি কোটি,
বার বলে দিলাম।। (২)
0 মন্তব্যসমূহ