Ghuri Tumi Kar Akashe Oro || ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো || Lyrics

Ghuri Tumi Kar Akashe Oro || ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো || Lyrics

Ghuri Tumi Kar Akashe Oro || ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো || Lyrics
Singer :Lutfor Hasan
Music :Jitu & Kishor
Song Writer :Someshwar Oli

ময়লা টি-শার্ট
ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
ময়লা টি-শার্ট
ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানাপোড়েনে
সখের ঘুড়ি, নাটাই সুতো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তোমার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘরে মন
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং এর ঘর
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ