Bodhu Beshe Choila Geli Lyrics | বধু বেশে চইলা গেলি | Samz Vai |বাংলা লিরিক্স

Bodhu Beshe Choila Geli Lyrics | বধু বেশে চইলা গেলি | Samz Vai |বাংলা লিরিক্স

Bodhu Beshe Choila Geli Lyrics | বধু বেশে চইলা গেলি | Samz Vai |বাংলা লিরিক্স
Singer Samz vai
Music Yeasin Hossain Neru
Song Writer Raju Ahmmad

জীবনটা বদলে গেলো আঘাতে আঘাতে
কষ্ট নিয়ে বিদায় দিলাম নিজেরি হাতে
জীবনটা বদলে গেলো আঘাতে আঘাতে
কষ্ট নিয়ে বিদায় দিলাম নিজেরি হাতে

কোন কারনে জীবনটারে ক্ষত করলি এভাবে
কি ছিল ভুল আমার জানা হল নারে
বধু বেশে চইলা গেলি ওরে কন্না রে
জেন্ত মরা হইয়া বাচি মনেরি ঘরে

বধু বেশে কন্না ওরে চইলা গেলি দূরে
ফিরা ত আইলি না আর মনেরো ঘরে

স্বপ্ন দেখে প্রেমিকজন করবে সংসার একটি ঘর
জীবনের সেই তালার চাবি হইয়া গেল পর (২)

প্রেম আদরে ডাকতাম তারে ময়না পাখি বলে
সে আমারে এই জীবনে সুখ দিলো নারে
সে আমারে এই জীবনে সুখ দিলো নারে

বধু বেশে চইলা গেলি ওরে কন্না রে
জেন্ত মরা হইয়া বাচি মনেরি ঘরে

বধু বেশে কন্না ওরে চইলা গেলি দূরে
ফিরা ত আইলি না আর মনেরো ঘরে

রারারারারারারাররা্‌্‌,
আআআআআআআআ

এই পৃথিবীর আলো আধার বুঝে আমার মন
তার মনেতে ছিলো নতুন প্রেমের প্রয়োজন (২)

এই জীবনটা মেতে ছিলো তার প্রেমের আহারে
প্রেম আমার বুঝলো না সে করল অবহেলা রে
প্রেম আমার বুঝলো না সে করল অবহেলা রে

বধু বেশে চইলা গেলি ওরে কন্না রে
জেন্ত মরা হইয়া বাচি মনেরি ঘরে

বধু বেশে কন্না ওরে চইলা গেলি দূরে
ফিরা ত আইলি না আর মনেরো ঘরে
ফিরা ত আইলি না আর মনেরো ঘরে







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ