Bisher Sui Lyrics | বিষের সুই লিরিক্স | Adnan Kabir | New Bangla Song Lyrics 2022

Bisher Sui Lyrics | বিষের সুই লিরিক্স | Adnan Kabir | New Bangla Song Lyrics 2022

Bisher Sui Lyrics | বিষের সুই লিরিক্স | Adnan Kabir | New Bangla Song Lyrics 2022
Singer Adnan Kabir
Music Jami Ul Hasan
Song Writer Alex Abdus Salam

দুখের আগুনে আমায় বন্ধু পোরাইলি তুই
সুখের আশা দিয়ে বুকে মারলি বিষের সুই
সারা জীবন থাকবি পাশে দিয়েছিলি কথা
অন্য বুকে বাধলি রে আজ তোরর সুখেরি বাসা

স্বপ্নগুলো ভেঙ্গে আমার গড়লি নিজের সুখ
তবু এই জীবনে দেখবো না আর বেইমান তোর মুখ

আমি যতন কইরা দিলাম বুকে বেইমানটারে ঠাই
নিজের মত দিলো ব্যাথা আমার কলিজায়
দুঃখ ব্যাথা নিয়ে আমি অথই জলে ডুবি
এই অবিচার দেখবি একদিন খোদার কাছে পাবি

স্বপ্নগুলো ভেঙ্গে আমার গড়লি নিজের সুখ
তবু এই জীবনে দেখবো না আর বেইমান তোর মুখ (২)

প্রেমের তীরে বিষ মাখাইয়া মারলি বুকেতে
কান্দিয়া প্রান যায়রে আমার অশ্রু বুকেতে
নিদয়া তুই হইলি বন্ধু মায়াহীনার মত
এই হৃদয়ে করলি বন্ধু আসমান সমান ক্ষত

স্বপ্নগুলো ভেঙ্গে আমার গড়লি নিজের সুখ
তবু এই জীবনে দেখবো না আর বেইমান তোর মুখ
স্বপ্নগুলো ভেঙ্গে আমার গড়লি নিজের সুখ
তবু এই জীবনে দেখবো না আর বেইমান তোর মুখ

তবু এই জীবনে দেখবো না আর বেইমান তোর মুখ
তবু এই জীবনে দেখবো না আর বেইমান তোর মুখ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ