Aurthohin - Abar Lyrics (আবার লিরিক্স)

Aurthohin - Abar Lyrics (আবার লিরিক্স) 

Aurthohin - Abar Lyrics (আবার লিরিক্স)


Singer Aurthohin
Singer Bassbaba Sumon & Rafa

যদি হঠাৎ করেই দেখো
আমায় কোনো এক সকাল বেলাতে
দাঁড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে
তখন কি ঘুম ঘুম ঐ চোখে
উঠে বসে আবার বিস্ময়ে
রাখবে তোমার ঐ হাত আমার হাতে?
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে?
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
জানি ছিল অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিল না কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সবকিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি দাঁড়িয়ে
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে?
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
ভেসে যাবে সব দুঃখ তোমার
হারবে সব কষ্ট এবার
নিয়ে যাব স্বপ্নের দেশে
যেখানে বাস্তবতা হাসে
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ