Amjonota - Aurthohin [Lyric] বাংলা লিরিক্স
Band | Aurthohin |
Song Writer | Bassbaba |
দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাসি, যতই কাঁদি, সবই অর্থহীন
নতুন নতুন নিয়ম বানাও, আমরা ভাঙবো বলে
নতুন চিন্তা ভাবতে গেলেই ভরবে মোদের সেল এ
অতীত এর সব হিসেব নিকেশ, ভবিষ্যতের মুলা
ধর্মটাকে নেড়েচেড়ে দিচ্ছ চোখে ধুলা
রামগরুড়ের ছানার ছিল হাসতে শুধু মানা
আমরা আজ করবোটা কি, সেটাও অজানা
[রাফা]
মুখে মোদের শেলাই দেখে, হেসে ফেলে তারাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
মিথ্যে দিয়ে বাঁধাই করা বইটা যে পড়াও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
[সুমন]
ফটোশপে মেকাপ করা আমাদের দেশের ছবি
আহা আমার সোনার বাংলা তোমায় ভালবাসি
হয়ে যাচ্ছি কেমন যেন, ঘৃণাই ভালবাসি
মানবতা হারিয়ে গেছে, মানুষ মরলে খুশি
[রাফা 2]
কেউবা চাটে প্রতিবেশি, কেউবা বলে 'ঘাউ'
আমরা যে ভাই আমজনতা, একটু খান্ত দাও
0 মন্তব্যসমূহ