Ami Ajkal Valo Achi ( আমি আজকাল ভালো আছি ) Lyrics
Singer | Anupam Roy |
Music | Anupam Roy |
Song Writer | Anupam Roy |
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
পারদের ওঠা নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার
শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সব কিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবই, পড়ে দেখ
লেখা আছে স্পষ্ট দেওয়ালে
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
এক লাফে Signal পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে
পালটে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবই, জেনে রাখ
হোক না এ পথঘাট ফাঁকা
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি
আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো
0 মন্তব্যসমূহ