Sokhi | সখি | Lyrics by Fazlur Rahman Babu | Salma | Anander gaan - Bangla Lyrics
Singer | Fazlur Rahman Babu & Salma |
Music | Mmp Rony |
Song Writer | Tareq Ananda |
ভালোবেসে কাছে আসো গো,
সখি ভালো লাগে না
তোমার প্রেমে পরিয়ায় আমার,
দিন যে কাটে না
বিরহ চাই না আমি,
বিধির কাছে করি কামনা
ভালোবেসে কাছে আসো গো,
সখা ভালো লাগে না
স্বপন দেইখা জাইগা থাকি,
তন্দ্রা আমার আসে না
তোমার মুখ চোখে ভাসে,
মিষ্টি যন্ত্রনা (২ বার)
বিরহ চাই না আমি,
বিধির কাছে করি কামনা
ভালোবেসে কাছে আসো গো,
সখা ভালো লাগে না
তোমার প্রেমে পরিয়ায় আমার,
দিন যে কাটে না
প্রেমে পইরা অন্ধ হয়ছি,
মন আমার মানে না
তোমার কাছে চাই আমি,
সুখের ঠিকানা (২ বার)
বিরহ চাই না আমি,
বিধির কাছে করি কামনা
ভালোবেসে কাছে আসো গো,
সখি ভালো লাগে না
তোমার প্রেমে পরিয়ায় আমার,
দিন যে কাটে না।।
0 মন্তব্যসমূহ