Asha (আশা) Lyrics by Habib Wahid - Bangla Lyrics
Singer | Habib Wahid |
Music | Habib Wahid |
ওই ছোট্ট গলিতে আমি হাঁটি, চলি ফিরি
গুনগুন গান গাই
তোমায় খুঁজে মরি
যদি এমনই হঠাৎ দেখা হয়ে যায়
এই আশা
এই আশা
ওওও হোওওও ওওও হোওওও
ওওও হোওওও ওওও হোওওও
হাওয়া জানে, কোথায় থাকো
তোমার কী ঠিকানা
হাওয়া জানে, কোথায় থাকো
তোমার কী ঠিকানা
কোন বারান্দায় চুল শুকাও
আর কোথায় মেলো জামা
আমি শুধু জানি এই
ছোট্ট গলি তোমার সীমানা
যদি এমনই হঠাৎ দেখা হয়ে যায়
এই আশা
এই আশা
এই আশা
এই আশা
0 মন্তব্যসমূহ