Vanga Ridoy (ভাঙ্গা হ্রদয়) Lyrics by Gogon Sakib - Bangla Lyrics
Singer | Gogon Sakib |
Song Writer | Stromz Vai |
কেন এত আশা কোথায় ভা্লোবাসা
আমি কেন এত পাগল হলাম
কেন এত আশা কোথায় ভালোবাসা
আমি কেন এত পাগল হলাম
হাল ছেড়ে আমি আজ দিয়েছি
জীবনে কি পেয়েছি
দিনশেষে আমিও খুব ক্লান্ত
ঘুম না আসা এ রাতে
ঝাপ্সা লাগছে দুচোখে
যার কারনে ভাংছে হৃদয়
সে যদি তা জানত
আমার শহর জুড়ে এই চলছে হায়
তুই হারানোর শোক
আর ফুলগুলো ঝড়ে গেছে
এই না কত দুখ
সেও ভালোবাসে না
মৃতুও কাছে আসে না
অবহেলায় বেচে আছি
সেও কাছে আসে না
অবহেলায় বেচে আছি
কেউ খোজ রাখে না
শরীর ছুয়ে দেখলি তুই
মন ছুতে আর পারলি কই
পুরো লাইব্রেরি দিলাম তোকে
তুই পরলি একটি বই
হাল ছেড়ে আমি আজ দিয়েছি
জীবনে কি পেয়েছি
দিনশেষে আমিও খুব ক্লান্ত
ঘুম না আসা এ রাতে
ঝাপ্সা লাগছে দুচোখে
যার কারনে ভাংছে হৃদয়
সে যদি তা জানত
আমার শহর জুড়ে এই চলছে হায়
তুই হারানোর শোক
আর ফুলগুলো ঝড়ে গেছে
এই না কত দুখ (২)
0 মন্তব্যসমূহ