Valobasar Sukh Lyrics | ভালোবাসার সুখ | Samz Vai | Opu Vai - Bangla Lyrics

Valobasar Sukh Lyrics | ভালোবাসার সুখ | Samz Vai | Opu Vai - Bangla Lyrics

Valobasar Sukh Lyrics | ভালোবাসার সুখ | Samz Vai | Opu Vai - Bangla Lyrics
Singer Samz Vai
Music Amit Kar
Song Writer Proshenjit Mondal

কত আশা নিয়ে মানুষ ভালোবাসা গড়ে
ভালবেসে কত মানুষ মরার আগে মরে
আমিও ভালোবেসে বুঝে নিলাম অবশেষে
ভালবাসার সুখ সবার কপালে শয় না
ভালবেসে কেউ সুখি,কেউ সুখি হয় না

তবু মানুষ আশা নিয়ে ভালবাসে হায়
নীরবে সে ভালবাসা কারো বুক ভেঙ্গে যায়
উড়ে যায় কারো পাখি সাথি হয়ে রয় না

ভালবাসার সুখ সবার কপালে শয় না
ভালবেসে কেউ সুখি,কেউ সুখি হয় না
ভালবাসার সুখ সবার কপালে শয় না
ভালবেসে কেউ সুখি,কেউ সুখি হয় না

আলেয়া কে আলো ভেবে ভুল করে কেউ
কারো বুকে বয়ে যায় বেদনার নীল ঢেউ
সেই ঢেউয়ে ভাঙ্গে হৃদয় কপালে তে শয় না

ভালবাসার সুখ সবার কপালে শয় না
ভালবেসে কেউ সুখি,কেউ সুখি হয় না
ভালবাসার সুখ সবার কপালে শয় না
ভালবেসে কেউ সুখি,কেউ সুখি হয় না



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ