Utshober Utshaho || উৎসবের উৎসাহ || Lyrics by Artcell || Onno Shomoy - Bangla Lyrics

Utshober Utshaho || উৎসবের উৎসাহ || Lyrics by Artcell || Onno Shomoy - Bangla Lyrics

Utshober Utshaho || উৎসবের উৎসাহ || Lyrics by Artcell || Onno Shomoy - Bangla Lyrics


Singer :Lincoln
Band :Artcell
Song Writer :Rumman Ahmed

আমার অবারিত দরজা জুড়ে

সম্ভাবনার রঙিন মলাট

আমার শরীর ডুবে আছে

অবিরাম মৃত উষ্ণতায়

তুমি যে রোদ মাখবে বলে

মেতে উঠেছো রঙের উৎসবে

আমার বিষাদ ছায়া হয়ে

ঢেকে দেয় তোমায়

জানবে আমি শুধু আমি নই

আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব

তোমাতে মিলিয়ে আমার

সব সুর তোমারই সঙ্গোপনে

তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে

এসো কান পেতে রই নীরবে

মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে

নেবো সেই সীমানায় তোমাকে

যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে

নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে

সেইখানে তোমাকে জানাবো গোপনে

স্বপ্ন মানে পাশে থাকা

সময়ের হাত ধরে

নতুন স্মৃতি নিয়ে

আমি থাকবো

পথ ছেড়ে

ছদ্মবেশে

আবার এসে দাঁড়ালে একা

দেখবে আমার চোখে সম্ভাবনা

জীবন জুড়ে থাকা পরাজয়

হয়েছে ম্লান চিরকাল

জানবে তুমি ভোর হওয়া চোখে

যে অবিরাম স্বপ্ন দেখেছ

আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা

আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ

অবসাদ আশ্রয় খুঁজে

মানুষের অন্ধকার ঘরে

প্রতিবাদ প্রতিরোধ ভুলে

আনমনে মেনে নেয় পরাজয়

তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত

হেরে যাওয়াকে বন্দি করে রেখে

জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে

উৎসবের উৎসাহে

বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে

চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে

পিছু ফিরে তাই ফিরতে যদি হয়

পাড়ি দেবো পথ নিমেষে

তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত

হেরে যাওয়াকে বন্দি করে রেখে

জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে

উৎসবের উৎসাহে

বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে

চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে

পিছু ফিরে তাই ফিরতে যদি হয়

পাড়ি দেবো পথ নিমেষে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ