Ure Jaak Lyrics (উড়ে যাক) | Uma | Anupam Roy
Singer | Anupam Roy |
Song Writer | Anupam Roy |
উড়ে যাক এ ঘুম আমার
ছুটে শ্বেত পাথরের রাত
জানি পায়না কাছে কিছু
আমার শূণ্য দুটি হাত
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত সময়
দারুণ অবাধ্যতায়
উড়ে যাক এ ঘুম আমার
আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা
অথবা সরিয়ে রেখেছো সে দীনতা
হারিয়ে গিয়েছি বই এর ভেতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
হারিয়ে গিয়েছি বই এর ভেতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না
খুঁজে পাওয়া যাবে না
উড়ে যাক এ ঘুম আমার
কুড়িয়ে নিয়েছো, শিউলি সকাল ফুলে
অথবা দুপাশ ভরিয়ে রেখেছো ভুলে
উঠোন পেরিয়ে কোল পার হয়ে
জামার হাতায় কপাল ভিড়িয়ে
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখোনি
উঠোন পেরিয়ে কোল পার হয়ে
জামার হাতায় কপাল ভিড়িয়ে
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখোনি
কোন স্পর্শ রাখো নি
উড়ে যাক এ ঘুম আমার
ছুটে শ্বেত পাথরের রাত
জানি পায়না কাছে কিছু
আমার শূণ্য দুটি হাত
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত সময়
দারুণ অবাধ্যতায়
উড়ে যাক এ ঘুম আমার
0 মন্তব্যসমূহ