Ure Cholechi Lyrics | উড়ে চলেছি লিরিক্স | Habib Wahid - Bangla Lyrics
Singer | Habib Wahid & Marusha |
Music | Habib Wahid |
Song Writer | Marusha |
মনে যে আঁকা কল্পনা
উড়ে চলবো অজানায় .
থমকে আছে পথ চলা .
ফেলে রেখে সব যন্ত্রণা .
আজ তুমি আমি .
অজানা পথের আশায় .
কোলাহল পাড়ি দিয়ে স্বপ্নের ইশারায় .
হারিয়ে চলা দূর-দূরান্তে .
যদি ভালোবাসো আমায় তুমি .
আমি ভেবে নেব আজ .
তুমি আমার.এই অচিন শহরে.
মিথ্যে মায়া. ফেলে রেখে দু’জন.
নতুন আমার ছায়া.
আমি উড়ে চলেছি.
অজানা প্রান্তে.জীবনে কী আছে.
নতুন আলোর ভিড়ে.
আমি উড়ে চলেছি.
অজানা প্রান্তে.জীবনে কী আছে.
নতুন আলোর ভিড়ে.
আমি উড়ে চলেছি.
কাছে এসে তোমায় আজ ছুঁয়ে যাবো.
ভালোবাসি এ কথা বুঝে নিও. আমি দাঁড়িয়েছি.
ভালোবাসার পথ ধরে.
তোমারই তারা হয়ে. জ্বলেছি স্বপ্নে.
হারিয়ে চলা দূর-দূরান্তে.
যদি ভালোবাসো আমায় তুমি.
আমি ভেবে নেব আজ. তুমি আমার.
এই অচিন শহরে.
মিথ্যে মায়া. ফেলে রেখে দু’জন.
নতুন আমার ছায়া.
আমি উড়ে চলেছি. অজানা প্রান্তে.
জীবনে কী আছে. নতুন আলোর ভিড়ে.
আমি উড়ে চলেছি.
0 মন্তব্যসমূহ