Ure Chole Jai (উড়ে চলে যাই) - Vibe Lyrics
| Singer | Shuddho Fuad Sadi |
| Band | Vibe |
| Song Writer | Suddho Fuad Sadi |
ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি
অজানা এক নীরবতার সুরে
দূরে দূরে পাখি উড়ে উড়ে
আসে আর চলে যায়
দূরে দূরে পাখি উড়ে উড়ে
আসে আর চলে যায়
বহুদিন পরে আমায় দেখে
অচেনা সুরগুলো জেগে ওঠে
নীরবতার সুরে মিলিয়ে যাই আমি কেন
বহুদিন পরে আমায় দেখে
অচেনা সুরগুলো জেগে ওঠে
নীরবতার সুরে মিলিয়ে যাই আমি কেন
সবুজ ঘাসের আড়ালে কুয়াশা খেলা করে
আকাশের বুকে সুর বেজে ওঠে
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
স্বপ্নের দেশে আমি হারাবো
হারানো দিনগুলো ফিরে পাবো
আকাশ নীলে গান গেয়ে যাবো আমি, আমি
স্বপ্নের দেশে আমি হারাবো
হারানো দিনগুলো ফিরে পাবো
আকাশ নীলে গান গেয়ে যাবো আমি, আমি
তবে আমার সাথীরা, বাস্তব জীবনের পথে
আমি থমকে যাওয়া এক ব্যস্ত পথিক
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
উড়ে উড়ে চলে যায় আমায় একা ফেলে
আপন দেশে
আপন দেশে
আপন দেশে
আপন দেশে
আপন দেশে
0 মন্তব্যসমূহ