Tumi Chole Jao (তুমি চলে যাও) Lyrics by Topu - Bangla Lyrics

Singer | Topu |
Music | Rafa |
Song Writer | Topu |
বন্ধু আড্ডা গান চারিদিকে প্রাণ কত প্রাণ
তারই মাঝে বসে হাসি করি অনুভুতির অপমান
বলে ভুলে যাও, ভুলে যাও, ভোলা হোলনা তাও
মুখে বলি ভুলে গেছি, বলি গল্পটা পাল্টাও
তুমি চলে যাও একা বাঁচা কি শেখাও
পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও।
নিজের সাথে যুদ্ধ আমার, আমি শত্রু আমি হাতিয়ার
চাইছো তুমি পারবেনা তো, করতে উপকার
আজকে আমি যুদ্ধে জয়ী, নিজের সপ্ন নিজেই গড়ি
তুমি আমার বাঁচতে শেখার প্রথম হাতেখড়ি
স্বপ্নের শুরুতে তুমি, কিছুদূরও ছিলে তুমি
মাঝ পথে চলে গেলে, শেষটা করবে কে?
এতো নয় অভিযোগ, এ নয় হতাশা,
শুরুটাতে ছিলে তুমি এই কি বেশি না।
0 মন্তব্যসমূহ