তোর কারনে নেশার সাথে হইলো পরিচয় (Tor Karone Neshar Sathe Hoilo Porichoy) Lyrics by GOGON SAKIB

তোর কারনে নেশার সাথে হইলো পরিচয় | Tor Karone Neshar Sathe Hoilo Porichoy Lyrics by GOGON SAKIB

তোর কারনে নেশার সাথে হইলো পরিচয়  (Tor Karone Neshar Sathe Hoilo Porichoy) Lyrics by GOGON SAKIB
Singer Gogon Sakib
Music Amit Kar
Song Writer Proshenjit Mondal

ছিল নারে জানা আমার নেশা কারে কয়
তোর ছলনায় নেশার সাথে হইল পরিচয়
ওরে ছিল নারে জানা আমার নেশা কারে কয়
তোর ছলনায় নেশার সাথে হইল পরিচয়

বায়না ছিল তোর হৃদয়ের বিন্দোর মত ছোয়া
ছোয়ার বদল দিয়া গেলি নিকটিনের ধোয়া
ওরে এত ভালবাইসাও দিলে
মিললো নারে ঠাই

সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
আরে সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই

যার লাগিয়া ধরলাম নেশা
নেয়না রে সে খোজ
ঠোটের ফাকে ধোয়া ঠিকি
ফুটায় হাসি রোজ
কাটছে তাহার দিন ভালো
সুখেই আছে বেশ
আমার চোখে অশ্রু মাখা
নাইরে দুখের শেষ
ওরে এত ভালবাইসাও দিলে
মিললো নারে ঠাই

সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
আরে সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই
আরে সেই দুঃখ ভুলিতে আমি
নেশার নৌকা বাই



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ