Tor Hridoyer Belkonite Lyrics By Samz vai | তোর হৃদয়ের বেলকনিতে লিরিক্স | Bangla lyrics
Singer | Samz Vai |
Song Writer | Omar Faruk Farhan |
তোর হৃদয়ের ব্যালকনিতে দারাই আমি রোজ
হাল্কা নীলের আকাশ দেখি দেখি মনটা সবুজ
মনের মাঝে মেঘ জমালি পাই না আমি বুঝ
দোহাই লাগে যাস না ছেরে নতুন করে খোজ
তোর হৃদয়ের ব্যালকনিতে দারাই আমি রোজ
হাল্কা নীলের আকাশ দেখি দেখি মনটা সবুজ
বুকের মাঝে জলছে আগুন
শীত লাগে না মাঘে
হিমেল হাওয়া হার মেনে যায়
আনতে গিয়ে ভাগে
অপরাধের বোঝাটাকে এত ভারি লাগে
তুই ছারার পরে বুঝলাম
বুঝিনাই তো আগে
মনের মাঝে মেঘ জমালি পাই না আমি বুঝ
মনের মাঝে মেঘ জমালি পাই না আমি বুঝ
দোহাই লাগে যাস না ছেরে নতুন করে খোজ
ওরে দোহাই লাগে যাস না ছেরে নতুন করে খোজ
তোর হৃদয়ের ব্যালকনিতে দারাই আমি রোজ
হাল্কা নীলের আকাশ দেখি দেখি মনটা সবুজ
ওর হাতে হাত রেখে হয়ে গেল দোষ
গল্পে এত মশগুল ছিলাম ছিল নারে হুশ
ভুল আমারে বুঝলি রে তুই বললাম হরফ করে
ওই মেয়েটা বন্ধু শুধু অন্য কিছু নারে
মনের মাঝে মেঘ জমালি পাই না আমি বুঝ
মনের মাঝে মেঘ জমালি পাই না আমি বুঝ
দোহাই লাগে যাস না ছেরে নতুন করে খোজ
ওরে দোহাই লাগে যাস না ছেরে নতুন করে খোজ
তোর হৃদয়ের ব্যালকনিতে দারাই আমি রোজ
হাল্কা নীলের আকাশ দেখি দেখি মনটা সবুজ
0 মন্তব্যসমূহ