Tomay Mone Porena Lyrics By samz vai (তোমায় মনে পড়েনা) Bangla Lyrics

Tomay Mone Porena Lyrics By samz vai (তোমায় মনে পড়েনা) Bangla Lyrics

Tomay Mone Porena Lyrics By samz vai (তোমায় মনে পড়েনা) Bangla Lyrics
Singer Samz Vai
Music Mmp Rony
Song Writer Snahashish Ghosh

ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনে পড়েনা
কারো জন্য কারো জীবন থেমে থাকে না
ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনে পড়েনা

আমার জায়গায় বসিয়েছো
অন্য কাউকে যেমন
তোমার জায়গাউ দিয়ে
দেবো অন্য কাউকে তেমন (২ বার)

কারো জন্য কারো জীবন থেমে থাকে না
ভেবেছিলাম তুমি ছারা জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনে পড়েনা
ভেবেছিলাম তুমি ছারা জীবন চলবে না

ভাবেনা যে আমায় নিয়ে
তাকে কেন ভাববো
যার কাছে প্রেম ছেলে খেলা তার
প্রেমে কেন ভাসবো (২ বার)

কারো জন্য কারো জীবন থেমে থাকে না
ভেবেছিলাম তুমি ছারা জীবন চলবে না
সত্যি বলছি তোমায় এখন মনে পড়েনা
কারো জন্য কারো জীবন থেমে থাকে না
ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না
ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ