Tomay Dilam Bhubon Dangar Hashi (ভুবন ডাঙ্গার হাসি) Lyrics by Prince Mahmud ft Topu & Nancy - Bangla Lyrics

Tomay Dilam Bhubon Dangar Hashi (ভুবন ডাঙ্গার হাসি) Lyrics by Prince Mahmud ft Topu & Nancy - Bangla Lyrics

Tomay Dilam Bhubon Dangar Hashi (ভুবন ডাঙ্গার হাসি) Lyrics by Prince Mahmud ft Topu & Nancy - Bangla Lyrics
Singer Topu & Nancy
Music Prince Mahmud
Song Writer Prince Mahmud

সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।

হারাবো হৃদয় টানে, ভালবাসার একটু মানে
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
আবেগে মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
তুমি হবে আমার ভেবে দুচোখ বুজি।

প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
এ যে কি হল আমার, কোথায় আমি ভাসি।
তোমাকেই,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।

সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ