Tomar Chokhe Dekhle | তোমার চোখে দেখলে | Lyrics by Ayub Bachchu

Tomar Chokhe Dekhle | তোমার চোখে দেখলে | Lyrics by Ayub Bachchu

Tomar Chokhe Dekhle | তোমার চোখে দেখলে | Lyrics by Ayub Bachchu
Singer Ayub Bachchu
Music Shawkat
Song Writer Marjuk Rasel

তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
সাগরের নীল ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার দু'হাত ধরলে বন্ধু
অন্য ছোঁয়া ভালো লাগে না
তোমার মুখে কথা শুনলে
অন্য সুর যে ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার চুলের গন্ধে আমার
ফুলের সুভাস ভালো লাগে না
তোমার বুকে ঠাঁই পেলে
স্বর্গে যাবার স্বাদ জাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার চোখে দেখলে বন্ধু
আকাশের নীল ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না
ও, তোমার মুখের হাসি দেখলে
চাঁদ যে আমার ভালো লাগে না



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ