Tomake Chuye Dilam Lyrics | তোমাকে ছুঁয়ে দিলাম Bastushaap | Arijit Singh

Tomake Chuye Dilam Lyrics | তোমাকে ছুঁয়ে দিলাম Bastushaap | Arijit Singh

Tomake Chuye Dilam Lyrics | তোমাকে ছুঁয়ে দিলাম Bastushaap | Arijit Singh
Singer Arijit Singh
Song Writer Srijato

আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম
দিন এখনও রঙিন
এই দিন এখনও রঙিন
তাকে আদরে তুলে রাখলাম
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
মন, রাখা আছে কোন
ঈশানকোণে বিষন্নতায়
চোখ কাটাকুটি হোক
সহজ খেলার সময় কোথায়?
এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক
ফের সন্ধ্যে নামুক
ব্যথা তোমায় ছেড়ে যাক
চুপ মূহুর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম
ঠোঁট লুকিয়েছে চোট
যে রাস্তা যায় তোমার মনে
চুল বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গোনে
কেউ জানেনা দিন
ফিরবে কি না কোনও দিন?
নীল কুয়াশা ঘর
ভুলে যাওয়াই সমীচিন
চুপ মূহুর্ত চুপ, ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেন যে খুঁজে পেলাম
দিন এখনও রঙিন
এই দিন এখনও রঙিন
তাকে আদরে তুলে রাখলাম
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন, তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ