Toke Dilam Lyrics (তোকে দিলাম) - Janala Diye Bou Palalo | Anupam Roy
Singer | Anupam Roy |
মন পড়েছে অল্প চাপে
জানলা জোড়া মন খারাপে
ফেসবুকেতে দুঃখবিলাস
মন পড়েছে অল্প চাপে
জানলা জোড়া মন খারাপে
ফেসবুকেতে দুঃখবিলাস
বড্ড একা এই সময়ে
Gel pen এরও কান্না পায়
কি লিখি না লিখি ছাইপাঁশ
তোকে একটা গানই না হয় দিলাম
তোকে অল্প ঝগড়া অল্প সেলাম
তোকে দিলাম তোকে দিলাম
তোকে দিলাম তোকে দিলাম
গুমোটে দুপুরবেলা চুকে গেছে সে ঝামেলা
মোবাইলের অল্প top-up
ছোট্ট বড় কম বা বেশি
আমি করলে hypocrisy
তোর বেলাতে সাত খুন মাফ
তোকে victoria শহীদ মিনার
তোকে একটা চুমু আজকে dinner
তোকে দিলাম তোকে দিলাম
তোকে দিলাম তোকে দিলাম
তোকে পড়ে পাওয়া একটা পলাশ
তোকে ধর্মতলা বাস terminus
তোকে একটা জ্যান্ত জনতার ভীড়
তোকে জন্মদিনে চীনের প্রাচীর
তোকে দিলাম তোকে দিলাম
তোকে দিলাম তোকে দিলাম
তোকে দিলাম তোকে দিলাম
তোকে দিলাম তোকে দিলাম
তোকে তোকে দিলাম
তোকে তোকে তোকে তোকে তোকে...
0 মন্তব্যসমূহ