Tobuo (তবুও) Lyrics by Avash - বাংলা লিরিক্স

Tobuo (তবুও) Lyrics by Avash - বাংলা লিরিক্স - Tanzir Tuhin

Tobuo (তবুও) Lyrics by Avash - বাংলা লিরিক্স


Singer Tanzir Tuhin
Composer Ahmed Razeeb
Song Writer Ahmed Razeeb

তবু তুই কি আমায় , ভুলে থাকিস ,
সুখের ঘোরে,
তবু তুই কি আরো আলো খুঁজিস,
কারো ঘরে । ( ২ বার )

তবু তোকে ছাড়া, আমি দিশেহারা ,
আমি দিশেহারা , তবু তোকে ছাড়া। - ( ২ বার )

তবু তুই কি আরো স্বপ্ন মাখিস , দুঃসময় এলে ,
আর আলো খুঁজিস এখনো কেউ ভালোবাসে বলে । -( ২ বার )

আর আমি লুকাই নিজেকে, হারানোর দলে... ,

তবু তোকে ছাড়া, আমি দিশেহারা ,
আমি দিশেহারা , তবু তোকে ছাড়া। - ( ২ বার )



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ