Thikana Lekha Nei Lyrics (ঠিকানা লেখা নেই) Roga Howar Sohoj Upaye | Arijit Singh

Singer | Arijit Singh |
Music | Indraadip Dasgupta |
Song Writer | Prasen |
হয়তো ফিরে পাবো
অন্য কোনো রাতে
তোমায় আমি, আমায় তুমি
আগের মতোই ঠিক
খসলে তারা জেনো
বলছে আমার কথা
জমলে চোখে জলের কুঁচি
ঝাপসা চতুর্দিক
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই
তবুও দেখা নেই
দেখা নেই, দেখা নেই, দেখা নেই...
তোমাকে মন খুঁজতে সারাক্ষণ
পথে পথে খেয়েছে হোঁচট
দেখো না এখন সবেতে বারণ
হাওয়ারাও হয়েছে গুমোট
তোমাকে মন খুঁজতে সারাক্ষণ
পথে পথে খেয়েছে হোঁচট
দেখো না এখন সবেতে বারণ
হাওয়ারাও হয়েছে গুমোট
কেউ বলে দাও
যাওয়ার সময়
একবারও ফিরে দেখেনি
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই
তবুও দেখা নেই
দেখা নেই, দেখা নেই, দেখা নেই, দেখা নেই
টেনেছিলো মন হাত ধরে যখন
মনে পড়ে গেল সেই রাত
কত না প্রলাপ পেয়ে যেতো মাফ
ভালোবেসে জড়ালে হঠাৎ
টেনেছিলো মন হাত ধরে যখন
মনে পড়ে গেল সেই রাত
কত না প্রলাপ পেয়ে যেতো মাফ
ভালোবেসে জড়ালে হঠাৎ
খালি মনে হয়
দুষ্টু সময়
যেন শুধু করে যায় মাত
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই
তবুও দেখা নেই
হয়তো ফিরে পাবো
অন্য কোনো রাতে
তোমায় আমি, আমায় তুমি
আগের মতোই ঠিক
খসলে তারা জেনো
বলছে আমার কথা
জমলে চোখে জলের কুঁচি
ঝাপসা চতুর্দিক
ঠিকানা লেখা নেই
কোনো দেয়ালেই
ঠিকানা লেখা নেই
তবুও দেখা নেই
0 মন্তব্যসমূহ