Tarar moto jolbo Lyrics Lyrics ( তারার মত জ্বলবো ) Anupam Roy
Singer | Anupam Roy |
আমি তারার মতো জ্বলবো
তোমার কথা বলবো
দেখি আমায় কে আটকায়
আমি তোমার শরীরে
চামড়ার গভীরে
বয়ে যাই, কে আটকায়
আমি তারার মতো জ্বলবো
তোমার কথা বলবো
দেখি আমায় কে আটকায়
আমি তোমার শরীরে
চামড়ার গভীরে
বয়ে যাই, কে আটকায়
তোমার ethics থাকে পাহারায়, যতবার
আমি তোমাকে দু' হাতে পাই ততবার
ভেবে দেখো অন্য সকাল
নয়তো পর্দার আড়াল
বুকের ভেতরে এখনো, এখনো লাল
ভেবে দেখো অন্য শহর
কিংবা পরের বছর
বুকের ভেতরে এখনো, এখনো ঝড়
আমি মেঘের মতো একা
আর তোমার সাথে দেখা
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাবো আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায় কে আটকায়
তোমার ethics থাকে পাহারায়, যতবার
আমি তোমাকে দু' হাতে পাই ততবার
ভেবে দেখো অন্য সকাল
নয়তো পর্দার আড়াল
বুকের ভেতরে এখনো, এখনো লাল
ভেবে দেখো অন্য শহর
কিংবা পরের বছর
বুকের ভেতরে এখনো, এখনো ঝড়
তোমার ethics থাকে পাহারায়, যতবার
আমি তোমাকে দু' হাতে পাই ততবার
ভেবে দেখো অন্য সকাল
নয়তো পর্দার আড়াল
বুকের ভেতরে এখনো, এখনো লাল
ভেবে দেখো অন্য শহর
কিংবা পরের বছর
বুকের ভেতরে এখনো, এখনো ঝড়
আমি তারার মতো জ্বলবো
0 মন্তব্যসমূহ