Shorolotar Protima song lyrics- সরলতার প্রতিমা - Bangla Lyrics
| Singer | Khalid |
| Song Writer | Khalid |
তুমি আকাশের বুকে বিশালতার উপমা
তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া..
আমার পথে তোমার ছায়া
পড়লে আড়াল করে
থমকে সে যাবে জীবন গতি
সে কি তোমার অজানা
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা..
লাগে না লাগে না জোড়া..
শ্রাবণ বেলায় তোমারই কথা
ভেবে বিষন্ন এ মন..
আশার পথে দিয়েছি পাড়ি
যেথা তোমার বিচরন..
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া..

0 মন্তব্যসমূহ