Shopno jabe bari amar lyrics (স্বপ্ন যাবে বাড়ী আমার লিরিক্স) - Bangla Lyrics
Singer | Mithun Chakra |
Music | Habib Wahid |
Song Writer | Rasel Mahmud |
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।
স্বপ্ন টানে দিলাম পারি
অচিন পথে আপন ছাড়ি।
পেছন ফেলে উঠান বাড়ি,
প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি।
মন বলে চল ফিরে আবার,
স্বপ্ন যাবে বাড়ি আমার।
মন বলে চল ফিরে আবার,
স্বপ্ন যাবে বাড়ি আমার।
আসছে সিঁড়ি, বছর ঘুরে,
দিচ্ছেরে ডাক, আপন সুরে।
আসছে সিঁড়ি, বছর ঘুরে,
দিচ্ছেরে ডাক, আপন সুরে।
যাচ্ছি আমার স্বপ্নপুরে,
চেনা পথের বহুদূরে।
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার।
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার। - [ ২ বার ]
0 মন্তব্যসমূহ