Shonar Jibon Nosto Korlam Lyrics by Samz vai (সোনার জীবন নষ্ট করলাম ) Bangla Lyrics
| Singer | Samz Vai |
পিরিত আমায় সুখ দিল না দিল দীর্ঘশ্বাস
বন্ধু আর পিরিতে আমার হইল সর্বনাশ (২)
বিনি সুতায় যার অন্তরে বেধেছি অন্তর
আমারে সে ভুল বুঝিয়া হইয়া গেল পর
আমারে সে ভুল বুঝিয়া হইয়া গেল পর (২)
দুচোখ জুড়ে জলের খেলা কিনি দারুন কষ্ট
ভুল পিরিতে সোনার জীবন করলাম আমি নষ্ট (২)
বুকে রাইখা বন্ধুয়ারে
বুকে রাইখা বন্ধুয়ারে মিটাইছি তার আশা
সে এখন অন্য বুকে বাধছে সুখের বাসা
কোথায় যাইব কি করিব নাইরে পথ জানা
তার কাছে হারাইছি আমার সুখের ঠিকানা
সাওন এখন বুকের ভিটায় দুঃখ করি চাষ
ভুল মানুষের প্রেমে পইরা জীবন সর্বনাশ
বিনি সুতায় যার অন্তরে বেধেছি অন্তর
আমারে সে ভুল বুঝিয়া হইয়া গেল পর হায়রে
আমারে সে ভুল বুঝিয়া হইয়া গেল পর (২)
0 মন্তব্যসমূহ