Shohore Notun Gaan Lyrics by Avoid Rafa (শহরে নতুন গান লিরিক্স)
Singer | Raef al Hasan Rafa |
Singer | Raef al Hasan Rafa |
তোমার আমার কত না বলা কথা ,
বলবো আজ , হৃদয় দিয়ে ..
তোমার আমার না বলা স্বপ্ন হোক ,
দেখবো আজ , হৃদয় দিয়ে !
আমাদের খোলা চিঠি ,
এসেছে নতুন ভোরে ...
আগামীর কল্প গানে,
হারাবো আনমনে ...
তোমার আমার গান আজ শহরের নতুন গান ,
তোমার আমার ভালোবাসা আজ এ শহরের গান !
তোমার আমার গান আজ শহরের নতুন গান ,
তোমার আমার ভালোবাসা আজ এ শহরেরই গান !
তোমার আমার কত না জাগা সকাল ,
হাটবো আজ , শিশির পায়ে ...
তোমার আমার কত না পাওয়া তাঁরা,
খুঁজবো আজ আকাশ ভিড়ে...
আমাদের খোলা চিঠি ,
এসেছে নতুন ভোরে ...
আগামীর কল্প গানে
হারাবো আনমনে ...
তোমার আমার গান আজ শহরের নতুন গান ,
তোমার আমার ভালোবাসা আজ এ শহরের গান !
তোমার আমার গান আজ শহরের নতুন গান ,
তোমার আমার ভালোবাসা আজ এ শহরেরই গান ! - [ ২ বার ]
0 মন্তব্যসমূহ